শিরোনাম
সংসদ ভবন, ২৬ অক্টোবর, ২০২৩ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত পনের বছরে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে গত ১৫ বছরে বিদ্যুৎ বিতরণে সামগ্রিক সিস্টেম লস আগের স্তরের ১৬.৮৬ শতাংশ থেকে ১০.৩৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।’
প্রতিমন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি জানান, বর্তমান সরকারের নিবিড় তদারকির কারণে বিদ্যুৎ খাতে ক্ষমতার অবৈধ ব্যবহার বা লুটপাটও অনেকাংশে হ্রাস পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মিটার টেম্পারিং, মিটার বাইপাস ও হুকিংয়ের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের চেষ্টার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিদ্যুত বিভাগের নিজস্ব কর্মচারীদের দ্বারা অভিযান পরিচালনার পর অবিলম্বে ওইসব অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার গত ৮ বছরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।