শিরোনাম
গোপালগঞ্জ, ২৭ অক্টোবর, ২০২৩(বাসস): জেলার কোটালীপাড়ায় গাছ বোঝাই নসিমন ও মোটর সাইকেলের সংঘর্ষে মানষ গাইন (৪৮) নামের এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মানষ গাইন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়ার চর গ্রামের মনি মোহন গাইনের ছেলে। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ব্রাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা ছিলেন।
ওসি জানান, এনজিওর কাজ শেষে সন্ধ্যায় মোটর সাইকেলে করে কোটালীপাড়া থেকে চিতলমারী যাচ্ছিলেন ব্রাকের রাজৈর শাখার ক্রেডিট কর্মকর্তা মানষ। এসময় মোটর সাইকেলটি কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের ছত্রকান্দা এলাকায় পৌঁছালে গাছ বোঝাই একটি নাসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।