শিরোনাম
নড়াইল, ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস): ‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৩ পালন উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর যৌথ আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। এ সময় স্বাবলম্বীর সমন্বয়কারী স্বপ্না রাণী রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, তামাক ব্যবহার জনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত নানা জটিল রোগে ভূগছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সার রোগের অন্যতম কারণ তামাকের ব্যবহার। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন লংঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।