বাসস
  ২৭ অক্টোবর ২০২৩, ১৮:২৬
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২১:০৭

চিকিৎসাধীন সাহাবুদ্দিনকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এর ফুলের শুভেচ্ছা

সিঙ্গাপুর, ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস): সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারম্যান শানমুগারাতনাম।
তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ফুল ও ফলের ঝুড়ি পাঠিয়েছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পত্রে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তাঁর আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি হোটেলে বসেই এখন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন।
তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এখন হাঁটাচলা ও স্বাভাবিক কাজকর্ম করছেন।
সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। 
সার্বিক পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপ্রধান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।
গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
সার্জারির পর একদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে কেবিনে দেয়া হয়।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার  জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। 
রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ সাথে রয়েছেন।