শিরোনাম
সাতক্ষীরা, ২৭ অক্টোবর ২০২৩(বাসস): জেলার সদর উপজেলায় আজ সাতক্ষীরা- আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১২ টায় সাতক্ষীরা- আশাশুনি সড়কের কালেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আশাশুনি উপজেলার দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২) এবং খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। নিহতরা দু’জনই মোটরসাইকেলের আরোহি ছিলেন। তারা সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি সাতক্ষীরা- আশাশুনি সড়কের কালেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরামুখী বাসের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ময়েজ হোসেন ও মহিন হোসেন নিহত হন।
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।