বাসস
  ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৩১

মহাখালির অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস): রাজধানীর  মহাখালি আমতলিতে খাজা টাওয়ার বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত  কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার তদন্ত কমিটি গঠনের বিষয়ে বাসসকে  জানান, এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও  সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, ঢাকা, মো. আনোয়ারুল হক, ঢাকা, জোন-২ মো. তানহারুল ইসলাম, ঢাকা, জোন-২ উপ-সহকারী পরিচালক ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মো. নাজিম উদ্দিন সরকার।
অগ্নি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে আগামী ১৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় এ অগ্নিকান্ড ঘটে।