বাসস
  ২৭ অক্টোবর ২০২৩, ২০:১১

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করায় প্রধানমন্ত্রীকে বিপিইউপি’র ধন্যবাদ

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৩ (বাসস) : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিপিইউপি) দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে পাঁচ দিনব্যাপী উদযাপন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের ভাষায় ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে তার ব্যক্তিগত দৃঢ় অঙ্গীকারের জন্য’ ধন্যবাদ জানিয়েছে।
বিপিইউপি গতকাল রাতে এক বিবৃতিতে বলেছে ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।’ একই সাথে তারা আওয়ামী লীগের ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগান প্রচারেরও প্রশংসা করেন।
এর আগে শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাদের আরো আশ্বস্ত করেন যে, আওয়ামী লীগ সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন অব্যাহত রাখেবে। তার দল (আওয়ামী লীগ) সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি চায়।
বিবৃতিতে তারা ঢাকাবাসী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডিসহ সকল স্তরের আইন শৃংখলা কর্মকর্তা ও সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ এবং ওয়াসাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
নেতৃবৃন্দ এবারের দুর্গোৎসব আয়োজনসহ পূজার অনুষ্ঠানমালার ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিকসমূহ গণমাধ্যমসমূহে বিশেষ প্রচার-প্রচারনায় জাতির সামনে তুলে ধরার প্রশংসা করেন। শারদীয় দুর্গোৎসব বাঙালির সার্বজনীন জাতীয় উৎসব হিসেবে গণমাধ্যমসমূহে তুলে ধরায় বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার দিকটি ফুটে উঠেছে বলে নেতৃবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ গণমাধ্যমের এ ধরনের ভূমিকার জন্য গণমাধ্যমকে এবং যারা এর সাথে যুক্ত তাঁদের সকলের প্রশংসাসহ আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিপিইউপির সভাপতি জেএল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্র নাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সংগঠনের সাধারণ সম্পাদক রমেন মন্ডল বিবৃতিতে স্বাক্ষর করেন।
এদিকে দেশের বৃহত্তম সংখ্যালঘু প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (বিএইচবিসিওপি)’র নেতারা বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে ‘সংখ্যালঘুদের ওপর ব্যাপক সাম্প্রদায়িক আক্রমণ স্বীকার করতে অনীহার কথা উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর আওয়ামী লীগ সরকারের অধীনে ‘সংখ্যালঘুরা নিরাপদ নয়’ বলে প্রচারের প্রচেষ্টাকে ‘ভন্ডামি’ বলে অভিহিত করেছেন।
বিএইচবিসিওপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘এটি রাজনৈতিক ফায়দা হাসিলের একটি প্রচেষ্টা। তারা (বিএনপি-জামায়াত) যখন ক্ষমতায় ছিল, আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদপুষ্ট নৃশংসতা প্রত্যক্ষ করেছি।’
এ বছর দেশে ৩২,৪০০টিরও বেশি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হয়েছে, যা গত বছরের চেয়ে ২০০টিরও বেশি।