বাসস
  ২৮ অক্টোবর ২০২৩, ১৬:০৮

গোপালগঞ্জবাসী বড় পর্দায় দেখলেন বঙ্গবন্ধু টানেল উদ্বোধনী অনুষ্ঠান

গোপালগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৩ (বাসস): চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল”-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সরাসরি সম্প্রচার বড় পর্দায় দেখেছেন গোপালগঞ্জবাসী।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার স্থানীয় পৌরপার্কে বড় পর্দায় এই টানেল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বসে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় দেখেন।
এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ জেলার সকল সরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ টানেল উদ্বোধন উপভোগ করেন।