শিরোনাম
সুনামগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২৩ (বাসস) : দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের রমিজ বিপনীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট চান মিয়া, এডভোকেট নজরুল ইসলাম শেফু, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শংকর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।