বাসস
  ২৮ অক্টোবর ২০২৩, ২০:৫১

রাঙ্গামাটিতে ছাত্রলীগের সংবর্ধনা ও সমাবেশ

রাঙ্গামাটি, ২৮ অক্টোবর, ২০২৩ (বাসস) : জেলা সদরে আজ পার্বত্য চট্টগ্রাম (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) থেকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদ লাভকারি চারজন ছাত্রনেতাকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ। 
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার বিকাল সাড়ে ৩টায় রাঙ্গামাটি পৌরসভা ময়দানর এ সংবর্ধনা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। 
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এ সংবর্ধনা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী। 
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সাইদুল প্রমুখ।
ছাত্র সমাবেশে সংবর্ধিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রবিন বাহাদুর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, উপ-আপ্যায়ন শাহাদাত হোসেন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আমির হোসেন খসরু।
ছাত্র সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।