শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ অক্টোবর, ২০২৩ (বাসস) : প্রখ্যাত আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল হকের আজ মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের ২৮ অক্টোবর এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হকের বাবা এড. সিরাজুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।