শিরোনাম
ময়মনসিংহ, ২৮ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলায় আজ শান্তিপূর্ণ সভা-সমাবেশের নামে বিএনপি- জামায়াত জোটের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ উপলক্ষে অনুষ্ঠিত মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এ কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।