বাসস
  ২৮ অক্টোবর ২০২৩, ২১:৪৫

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

ঈশ্বরদী (পাবনা), ২৮ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলার ঈশ্বরদী উপজেলায় আজ বিএনপি –জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত এ সমাবেশে  সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় এ  সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল প্রমুখ।