বাসস
  ২৮ অক্টোবর ২০২৩, ২৩:২২

ঢাকায় সহিংসতার যুক্তরাষ্ট্রের নিন্দা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৩ (বাসস) : ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সব পক্ষকে শান্ত থাকা ও সংযমের আহ্বান জানাচ্ছি এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সকল প্রকার সহিংস ঘটনা পর্যালোচনা করব।’
আজ শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা এবং একটি হাসপাতাল আগুন দেয়ার  ঘটনা অগ্রহণযোগ্য।
সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।