বাসস
  ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩০
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৫

কুমিল্লায় প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপিত

কুমিল্লা, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল কুমিল্লা অঞ্চলের প্রতিটি বিহারে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠনাদির মধ্যে ছিল সকালে বিহারে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, মৈত্রী সূত্রপাঠ, বুদ্ধপূজা, প্রদীপ পূজা, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, পিন্ডদান, ধর্মীয় আলোচনা, সন্ধ্যায় ফানুসবাতি উত্তোলন ও প্রদীপ পূজা।
কুমিল্লা কোটবাড়ীস্থ নবশালবন বিহারে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পৌরহিত্য করেন নবশালবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের। সন্ধ্যায় ফানুসবাতি উত্তোলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মি. কারলো ফেরেট্টি।
এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে লালমাই উপজেলাধীন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিহারের উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিহার কমিটির সভাপতি কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এসকে সিনহা, সাধারণ সম্পাদক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জ্যোতিষ সিংহ (খোকন)।
এছাড়া কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহার, কনকস্তুপ বৌদ্ধ বিহার, বরইগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাথের বিহার কমপ্লেক্সসহ সব বিহারে উপাসক উপাসিকাগণ ধর্মীয় অনুষ্ঠানে পূজা অর্চনা ও সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেন।
গত আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ধর্মীয় বিধান মতে প্রতিটি বিহারে বৌদ্ধ ভিক্ষুগণ তিনমাস বর্ষাবাস উদযাপন করেন। বর্ষাবাসে ধ্যান সমাধি প্রজ্ঞায় নিজেদের ধর্মীয় অনুশাসন অনুশীলন করতে হয়। একই সাথে বিহারের উপাসক উপাসিকাগণ তিনমাসের মধ্যে অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বিহারে গিয়ে অষ্টশীল পালনে ব্রত থাকেন। আশ্বিনী পূর্ণিমা তিথিতে ত্রৈমাসিক বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করা হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী শুভ কঠিন চীবর দানোৎসব প্রতিটি বিহারে পর্যায়ক্রমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ কঠিন চীবর দানোৎসবে বিহারে বর্ষাবা উদযাপনকারী বৌদ্ধ ভিক্ষুকে পরিধেয় বস্ত্র বিশেষ শ্রদ্ধাসহকারে চীবর উৎসর্গ করা হবে।
প্রতিটি বৌদ্ধ পল্লীতে বৌদ্ধ নর-নারী উপাসক উপাসিকাগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত বছরের মতো এবারও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে প্রবারণা পূর্ণিমা শেষে আজ ২৯ অক্টোবর হতে মাসব্যাপী শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে।