বাসস
  ২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৭
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৮

নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলার কর্মকর্তাদের মতবিনিময়

নওগাঁ, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস): জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ. গোলাম মওলা।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁর বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মো. রায়হানুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।
পরে বিভাগীয় কমিশনার দেশের সাথে নওগাঁ জেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ'২০২৩ কর্মসূচির উদ্বোধন করেন।