শিরোনাম
রাঙ্গামাটি, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস): সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ জেলায় তেমন কোন প্রভাব পড়েনি। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।
হরতালের প্রতিবাদে শহরের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙ্গামাটি শহরের বিএনপি কার্যালয়সহ শহরের কোথাও বিএনপির কোন নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের প্রতিটি মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।