বাসস
  ২৯ অক্টোবর ২০২৩, ১৩:০৪

জয়পুরহাটে বিএনপির ডাকা হরতালে মানুষের সাড়া নেই

জয়পুরহাট, ২৯ অক্টোবর, ২০২৩ (বাসস): বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জেলায় সাধারণ মানুষের কোন সাড়া নেই। 
এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার পাঁচ থানা পুলিশ ৪৬ জনকে আটক করছে।
রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের সমর্থনে জয়পুরহাটের রাস্তায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। রিকশা-ভ্যান, অটো রিকশা, ট্যাম্পুসহ স্থানীয় কিছু যান চলাচল করতে দেখা গেলেও বাস, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। মেইন সড়কের দোকানপাট বন্ধ থাকলেও মাছ বাজার, পূর্ব বাজারসহ ভেতরের দোকানপাট খোলা ছিল।
জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার রাতে আটককৃত ৪৬ জনের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর থানায় ২৫ জন, পাঁচবিবি থানায় ৬ জন, ক্ষেতলাল থানায় ৫ জন, কালাই থানা ৩ জন ও আক্কেলপুর থানা ৭ জন।