বাসস
  ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪৩

বিএনপির ডাকা অবরোধে শরীয়তপুরের মানুষের সাড়া নেই

শরীয়তপুর, ৩১ অক্টোবর, ২০২৩ (বাসস): বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধে সাড়া দেয়নি শরীয়তপুরের মানুষ। সকাল থেকেই শরীয়তপুর জেলা সদরের সড়কে জনসাধারণের চলাচলের জন্য যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।
বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকাল থেকেই শরীয়তপুর-ঢাকা মহাসড়কে আগরে মতোই স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অবরোধের সমর্থনে শরীয়তপুরে কোথাও বিএনপির নেতাকর্মীদেরকে দেখা যায়নি। রিকশা-ভ্যান, অটো রিকশার চলাচল স্বাভাবিক থাকলেও সিমীত পরিমানে ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিস-আদালত, মার্কেট ও দোকান-পাট স্বাভাবিক ভাবেই খোলা আছে।
শরীয়তপুরের পুলিশ সুপার মো: মাহবুবুল আলম বাসস’কে বলেন, বিএনপির ডাকা অবরোধে জেলায় নাশকতা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোন নাশকতা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।