শিরোনাম
রাঙ্গামাটি, ৩১ অক্টেবর, ২০২৩ (বাসস): জেলায় আজ স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ব্যক্তি পর্যায়ে হত দরিদ্রদের মাঝে অনুদান টাকা বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিনি কনফারেন্স হলরুমে এ অনুদান টাকা বিতরণ করা হয়।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: শাহ ফারুক পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশ্বর চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গামাটির ১৮ জন হত দরিদ্র মানুষের মাঝে ১০হাজার টাকা করে সর্বমোট ১লক্ষ ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।