বাসস
  ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫৩

পাবনার ঈশ্বরদীতে কৃষিপণ্য নির্বিঘ্নে বাজারজাতকরণের লক্ষ্যে অবরোধ প্রত্যাহারের দাবি

ঈশ্বরদী (পাবনা), ৩১ অক্টোবর ২০২৩ (বাসস) : জেলার ঈশ্বরদীতে আজ কৃষিপণ্য নির্বিঘেœ বাজারজাতকরণের জন্য বিএনপি- জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নেতৃবন্দ।
কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় এ সংবাদ সম্মলনে আরও বক্তব্য রাখেন শহিদুল্লাহ, শাহিনুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, হরতাল- অবরোধের কারনে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য সরবরাহ ও বাজারজাত বাধাগ্রস্থ হচ্ছে। তাদের বহুকষ্টের ঘামঝরানো শ্রমে উৎপাদিত শাক-সবজি, মাছ ও অন্যান্য কাঁচামাল নষ্ট হচ্ছে। তারা হরতাল, ভাঙচুর, হত্যাকান্ড,  অগ্নিসংযোগ ও অবরোধের মতো মানবতা ও কৃষিবিরোধী কর্মকান্ড পরিহারের আহবান জানান।  
নেতৃবৃন্দ কৃষিপণ্য নির্বিঘেœ বাজারজাতকরণের লক্ষ্যে বিএনপি- জামায়াতের ডাকা অবরোধ প্রত্যাহারের দাবি জানান।