শিরোনাম
ঈশ্বরদী (পাবনা), ১ নভেম্বর ২০২৩ (বাসস): জেলার ঈশ্বরদী উপজেলায় আজ ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস- ২০২৩ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আলোচনাসভা, সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা- ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুরাদ আলী মালিথা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্নামন্ডল, সিনিয়র সাংবাদিক আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।