শিরোনাম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, ফার্মগেট, বাড্ডা, মিরপুর, গাবতলী, যাত্রবাড়ি, আজিমপুর, শাহবাগসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
বুধবার বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অবরোধের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিপিও পয়েন্ট ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজাবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।
এদিকে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অবরোধের বিরুদ্ধে বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী যুবলীগ।
দুপুরে অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনের কর্মসূচির নেতৃত্ব দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অন্যদিকে গাবতলী বেড়িবাধ এলাকায় কর্মসূচির নেতৃত্ব দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে নাশকতা প্রতিরোধে সকাল থেকে লালবাগ, কোতোয়ালি, বংশাল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যুবলীগের নেতারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
এছাড়াও সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিত হয়ে অবরোধ বিরোধী মিছিল করতে দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গুলিস্তানে অবস্থান করেন।