বাসস
  ০২ নভেম্বর ২০২৩, ০৯:৩৫

হবিগঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে তালের চারা রোপণ

হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২৩ (বাসস): বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলার লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল তালের চারা রোপণ কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাবেদ আলী, কলেজের শিক্ষক কৃষ্ণ মোহন বনিক, মজিবুল হক, তাপস কিশোর রায়, বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য আশীষ আচার্য্য, মো. বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বছর বাপা হবিগঞ্জ শাখার পক্ষ থেকে  ৩ শতাধিক চারা ও ২ সহষ্রাধিক অঙ্কুরিত বীজ রোপণ সম্পন্ন করা হয়েছে। তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।