বাসস
  ০২ নভেম্বর ২০২৩, ১৫:১০

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫ জন 

মৌলভীবাজার, ২ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলার শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তারেক চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন ছাত্রলীগের নেতা-কর্মী।
এলাকাবাসী ও পুলিশ জানায় বুধবার রাত আনুমান ১১ টার দিকে নোয়াগাঁও এলাকায় প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১১-২৬৭০ মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা ছয়জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে পাঠালে গাড়ি চালনায় থাকা ছাত্রলীগ নেতা তারেক চৌধুরীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু বিশ্বাস জানান- আহত পাঁচজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহতরা হলেন, সাকিল আহমদ, সাজু মিয়া, মো. জাহিদ, শান্ত এবং আলমগীর। তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।