শিরোনাম
সংসদ ভবন, ২ নভেম্বর, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিগত ২০০০-২০০১ থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত বিদেশে শান্তিরক্ষী মিশন থেকে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ ৩ হাজার ১৩৮ টাকা আয় করেছে।
আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৩ দশমিক ৬১ মার্কিন ডলার যা সমপরিমাণ বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ দশমিক ৪ টাকা।