বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১১:১৭

কেরানীগঞ্জে আড়াই কোটি টাকা মুল্যের ২৪ শতাংশ ভিপি জমি উদ্ধার

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৩ ( বাসস): ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা মৌজার সাবান ফ্যাক্টরি এলাকায় প্রায় আড়াই কোটি টাকার মুল্যের ২৪ শতাংশ ভিপি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিমের নেতৃত্বে গতকাল বিকেলে জমি উদ্ধার করে সীমানা খুঁটি ও সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন, সার্ভেয়ার জহিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জমিটি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।
সার্ভেয়ার জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত জমি- শুভাঢ্যা মৌজার এসএ খতিয়ান ১৭৪, দাগ ২২৮২ ও আরএস খতিয়ান ৩১৫, দাগ ৪০৯৯, জমির পরিমাণ ২৪ শতাংশ ।
এসময় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান ও কেরানীগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।