বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১২:১২

জেল হত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

রাঙ্গামাটি,৩ নভেম্বর, ২০২৩ (বাসস): জেল হত্যা দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা  সভায় সভাপতিত্ব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, ত্রিদিব কান্তি দাশ, যুগ্ম-সম্পাদক সন্তোষ কুমার চাকমা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো: শাহ ফারুক পিন্টু, জেলা কৃষকলীগ সভাপতি মো. জাহিদ আকতার, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. সাইফুল আলম রাশেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।