বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১২:৫৪

গোপালগঞ্জের মুকসুদপুরে জেল হত্যা দিবস পালিত

গোপালগঞ্জ, ৩ নভেম্বর, ২০২৩ (বাসস):  যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রবিউল আলম শিকদার।
সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলে সঞ্চলনায় ওই সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান পল্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মন্টু, শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার পারভেজ আলম, কৃষক লীগ সভাপতি সরদার মজিবুর রহমান, যুবলীগ আহবায়ক শেখ শাহরিয়ার বিপ্লব, শ্রমিক লীগ সভাপতি আবদুল মান্নান বীরবল, সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক রবিউল ইসলাম মোল্যা, মহিলা লীগ নেতা নাজমা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
পরে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবাররক বিতরণ করা হয়।