বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১৩:১৮

নড়াইলে জেল হত্যা দিবস পালিত

নড়াইল, ৩ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলায় আজ জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত।
এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, জেলা যুবলীগৈর যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।