বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১৭:০৫

ঝিনাইদহে আওয়ামী লীগের ‘ক্যাম্পেইনার’ কর্মীদের প্রশিক্ষণ

ঝিনাইদহ,৩ নভেম্বর ২০২৩ (বাসস): জেলার কোটচাঁদপুর উপজেলায় আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচিতে দু’টি সেশনে উপজেলার সাফদারপুর, দোড়া, কুশনা ও বলুহর ইউনিয়নের চারশ’ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার’ প্রশিক্ষণের আঞ্চলিক সমন্বয়ক দেব্রত সাহা বাঁধনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ প্রদাণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক নয়ন, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও মেহেদি হাসান।
প্রশিক্ষণে সরকারের বৃহদাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ তথ্য আপলোড করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক ধারণা প্রদান করা হয়।