বাসস
  ০৩ নভেম্বর ২০২৩, ১৭:২৭

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও দিবসটি উপলক্ষে আজ শুক্রবার  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করা হয়।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।