শিরোনাম
ঈশ্বরদী (পাবনা), ৩ নভেম্বর ২০২৩ (বাসস) : জেলার ঈশ্বরদীতে আজ জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকালে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার স্মরনে আলোচনাসভা ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসব কর্মসূচিতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেক, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইছহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল প্রমুখ অংশগ্রহন করেন।