শিরোনাম
গাজীপুর, ৩ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলহত্যা দিবস উপলক্ষে চার নেতার স্মরণে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও শহীদ এ এইচ এম কামরুজ্জামান এঁর স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল।
শুক্রবার দুপুরে একটি শোক র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দীন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দীন আহমদ’র প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ছাত্রকল্যাণ পরিচালক, প্রক্টর, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা আর ৩ নভেম্বরে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতার নির্মম হত্যাকান্ড একই সূত্রে গাঁথা।
তিনি বলেন,জাতিকে নেতৃত্ব শূন্য করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নীলনকশা অনুযায়ী পরিকল্পিতভাবে জঘন্যতম এ হত্যাকান্ড ঘটানো হয়। একটি স্বাধীন কমিশন গঠন করে জেল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা উচিত।
শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।