বাসস
  ০৫ নভেম্বর ২০২৩, ১৪:৩১

রাঙ্গামাটিতে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান

রাঙ্গামাটি, ৫ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলার  আজ বিভিন্ন  কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ৭৫৪জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের  মাঈনী সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে  এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত  শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময়  উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বোর্ডের সদস্য প্রশাসন জসীম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে  কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি ৭ হাজার টাকা করে এবং  বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি  ১০হাজার টাকা করে  ৭৫৪ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৬৫ লক্ষ ৫০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।