বাসস
  ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫২

জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট, ৬ নভেম্বর, ২০২৩ (বাসস): বিএনপি জামাত কর্তৃক সারাদেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি, অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের অবস্থান ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। আন্দোলনের নামে বিএনপি - জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ। বক্তারা বলেন আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও মানুষ মারা বিএনপির কাজ। ইতোপূর্বে তারা জ্বালাও পোড়াও করেছে এবং মানুষ মেরেছে। বিরোধী দলের ধ্বংস্বাত্মক কার্যকলাপ সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানানো হয়।