বাসস
  ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৭

নওগাঁয় আওয়ামী-লীগের শান্তি সমাবেশ

নওগাঁ, ৬ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলায় আজ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   বেলা ১২টা থেকে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।
নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল হোসেন শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান এবং  পাশাপাশি সরকারের অভুতপূর্ব উন্নয়ন কার্যক্রম মানুষের মধ্যে তুলে ধরার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  বিভাষ মজুমদার গোপাল,  সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা,  দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, উপ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,  সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডি এম আওয়াল আতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।