বাসস
  ০৬ নভেম্বর ২০২৩, ১৫:১৪

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সাড়া নেই শেরপুরবাসীর 

শেরপুর, ৬ নভেম্বর, ২০২৩ (বাসস): বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধে সাড়া দেয়নি শেরপুর জেলাবাসী। সকাল থেকে জেলা সদরে সড়কে জনসাধারণের চলাচলের জন্য যানবাহন স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। 
অবরোধের ২য় দিনে সোমবার সকাল থেকে শেরপুর ঢাকা মহাসড়কে আগের মতো স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে।  অবরোধের সমর্থনে জেলায় কোথাও জামায়াত- বিএনপি কর্মীদের দেখা যায়নি।  রিকশা-ভ্যান, সিএজি অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর অভাবে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলছে। অফিস আদালত মার্কেট দোকান-পাট, ব্যাংক-বীমা স্বাভাবিক ভাবে খোলা আছে। 
শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম বাসসকে জানান, অবরোধে জেলায় নাশকতা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।