শিরোনাম
ভোলা, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার তজুমদ্দিন উপজেলায় আজ কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দাসের হাট এলাকায় রবি-২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের বরিশাল আঞ্চলিক মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ^াস। অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সভায় তেল জাতীয় ফসল চাষে নিত্য-নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। একইসাথে জমিতে শষ্য বিন্যাসের পরিবর্তনের মাধ্যমে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে পরিণত করার ব্যাপারে ধারণা দেওয়া হয়। এছাড়া ফসলের নতুন জাতের সাথেও কৃষকদের পরিচয় করানো হয়।