বাসস
  ০৭ নভেম্বর ২০২৩, ১৮:১৩

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

গোপালগঞ্জ, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় আজ পাঁচটি  উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১১টায়  জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে গোপালগঞ্জের  জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম  এসব সামগ্রি বিতরণ করেন।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম ইমাম রাজী টুলু।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে,  ২০২২-২০২৩ অর্থবছরে ৭৮ লাখ টাকা ব্যায়ে জেলার  পাঁচটি উপজেলার ৬৭০জন গ্রাম পুলিশ সদস্যের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ প্রভৃতি সামগ্রি সরবরাহ করা হয়েছে।