বাসস
  ০৯ নভেম্বর ২০২৩, ১৬:২০

গোপালগঞ্জের মুকসুদপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

গোপালগঞ্জ, ৯ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলার মুকসুদপুরে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই ক্যাম্পেইনার প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে ওই সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত। 
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সহকারি অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া, ইংরেজি বিভাগের ডিন হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, সহকারি অধ্যাপক ইমদাদুল হক, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের শ্যামল কান্তি বোস, জাহিদুর রহমান, আসাদুজ্জামান টিটো, আরিফুজ্জামান মোল্যা, হায়দার হোসেন, আহাদ নুর বাদল ও সজল বিশ্বাস। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রতি ভোটারের কাছে গিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৌকা মার্কায় ভোট চাওয়ার বিষয়ে তৃণমুলে ভোট প্রার্থনাকারি বা ক্যাম্পেইনার প্রশিক্ষণে এর কলা কৌশল প্রদান করেন।