শিরোনাম
ফেনী, ৯ নভেম্বর, ২০২৩ (বাসস) : বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আজ ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি কলেজ ক্যাম্পাস হতে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
সমাবেশে হরতাল-অবরোধের কঠোর সমালোচনা করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে সবসময় প্রস্তুত থাকার ঘোষণা দেয়।
একই সময়ে ফেনীর আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, সোনাগাজী সরকারি কলেজ, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।