শিরোনাম
বাগেরহাট, ১০ নভেম্বর, ২০২৩ (বাসস): যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বন্ধ হওয়ার দিন পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গতকাল বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। অল্প সময়ের মধ্যে অপর ইউনিটটি চালু হবে।
এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।