শিরোনাম
নাটোর, ১০ নভেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯১তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকালে মিলের ডুঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ইক্ষু গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. অমর আলী, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে একলাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার শতকরা ৬ দশমিক ৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্যমান প্রায় একশ’ পঞ্চাশ কোটি টাকা।