শিরোনাম
মুন্সীগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৩ (বাসস) : মুন্সীগঞ্জের নিমতলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে লেগুনা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বরিশাল সদরের মৃত রবিন্দ্র চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবতী (৪০) ও তার স্ত্রী কনক চক্রবর্তী (৩৫)। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন ।
জানাগেছে,শুক্রবার মাওয়াগামী সার্ভিস সড়কের কুচিয়ামোড়া কলেজগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সাথে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হলে লেগুনার ৪যাত্রী আহত হয়। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাদের মৃত্যু হয়। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । পিকআপ ও লেগুনা আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।