শিরোনাম
নওগাঁ, ১১ নভেম্বর, ২০২৩ (বাসস): জেলায় শেখ কামাল অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ শুরু হয়েছে। শনিবার সকাল ন'টায় নওগাঁ স্টেডিয়ামে রাজশাহী বিভাগের "এ" গ্রুপের এ খেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলা। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী ও নাটোর জেলা নিয়ে "এ" গ্রুপ গঠিত হয়েছে।
নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশব্যাপী জাতীয় পর্যায়ের এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন ও নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনোর সভাপতি এ এস এম রায়হান আলমসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে চাপঁইনবয়াবগঞ্জ জেলা ও পাবনা জেলা। ৫০ ওভারের টুর্নামেন্টে টসে জিতে প্রথমে ব্যাটস করছে চাঁপাইনবয়াবগঞ্জ জেলা।