বাসস
  ১১ নভেম্বর ২০২৩, ১৯:৪৯

দিনাজপুরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর, ১১ নভেম্বর ২০২৩ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যুবলীগের এক বিশাল মোটর সাইকেল র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
র‌্যালীর নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। 
এ সময় দিনাজপুর পৌর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান ও সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কার্তিক বসাক ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
র‌্যালী শেষে বাদ যোহর দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।