শিরোনাম
ফেনী, ১১ নভেম্বর ২০২৩ (বাসস) : জেলায় আজ নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার বিকালে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে জেলা যুবলীগ।
আজ বিকালে জেলা সদরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজীব চৌধুরী।
জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিয়াউল আলম মিস্টার, জানে আলম ভুঞা, রাশেদ হাজারী, শহীদ কমিশনার, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, ইকবাল বাহার ফয়সাল।
এছাড়াও অনুষ্ঠানে জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।