শিরোনাম
নাটোর, ১২ নভেম্বর, ২০২৩ (বাসস) : নাটোর জেলা আইন-শৃংখলা কমিটির সভা আজ রোববার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন সভায় জানান, বিগত অক্টোবর মাসে জেলায় ভ্রাম্যমান আদালতের ৮৫টি অভিযান পরিচালনা করে ১৯৫টি মামলার বিপরীতে ৯২জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং তিন লাখ ১৯ হাজার ১০০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
একই সময়ে ১৯০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৮৯ লক্ষ ১৭ হাজার ৭৪০ টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে আটটি উঠান বৈঠক আয়োজন করা হয় এবং একটি বাল্য বিয়ে রোধ করা হয়।
সভায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো’র প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলা আইন শৃংখলা কমিটি, মোবাইল কোর্ট সক্রিয় আছে। জেলার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি কাজ করছে। সার্বিকভাবে জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক।
বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয়গুলোতে সমাবেশ আয়োজনের মাধ্যমে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট।