বাসস
  ১২ নভেম্বর ২০২৩, ১৪:২২

নাটোরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নাটোর, ১২ নভেম্বর, ২০২৩ (বাসস) : জেলায় আসন্ন মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 
১৬ ডিসেম্বর ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে এবং সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুল ও শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু সদনের শিক্ষার্থীরা বিনা টিকেটে উত্তরা গণভবনসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আতœার  মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। জেলা কারাগার, হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে।